আন্তর্জাতিক

মন্ত্রীর হেলিকপ্টার লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

অল্পের জন্য রক্ষা পেলেন ভারতের মণিপুর প্রদেশের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংহ। সোমবার সকালে মুখ্যমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী গৈখাংগামসহ রাজধানী ইম্ফল থেকে উখরুলে পৌঁছার পর এ ঘটনা ঘটেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রদেশের উখরুলে একটি হাসপাতাল এবং কয়েকটি কার্যালয় উদ্বোধনের কথা ছিল মন্ত্রীর।

মণিপুর পুলিশ বলছে, সকাল সাড়ে ১০টার দিকে উখরুলে মুখ্যমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি নামার কয়েক মিনিটের মধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।

পাল্টা জবাব দেন মন্ত্রীর নিরাপত্তারক্ষীরাও। দু’পক্ষের গোলাগুলিতে মণিপুর রাইফেলসের দুই সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে মুখ্যমন্ত্রী ও তার সঙ্গীদের হেলিকপ্টারে ইম্ফলে ফিরিয়ে নেয়া হয়।

Show More

আরো সংবাদ...

Back to top button