খেলাধুলা

মুশফিকের ৪৫ রানের আক্ষেপ

ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৯৩ রানে অলআউট করেছিল বাংলাদেশ। জবাবে ব্যাট হাতেও ভালো শুরু করে টাইগাররা। ২২১ রানে তাদের ৫ উইকেট পড়েছিল। সবাই ভেবেছিল এই ইনিংসে বাংলাদেশ লিড নেবে।

কিন্তু মাত্র ২৭ রানে শেষ ৫ উইকেট হারায় স্বাগতিকরা। যার কারণে লিড নেয়া তো দূরের কথা আরও ৪৫ রানে পিছিয়ে থাকে বাংলাদেশ। আর সেই সুযোগটাই কাজে লাগাল ইংলিশরা।

প্রথম ইনিংসে শেষ ব্যাটসম্যানরা যদি কিছু রান করে বাংলাদেশকে এগিয়ে নিতে পারতেন তাহলে এই হার মেনে নিতে হতো না বাংলাদেশকে। কেননা বাংলাদেশ তো মাত্র ২২ রানে হেরেছে।

অধিনায়ক মুশফিকুর রহিমের আক্ষেপও ওইখানেই।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেন, প্রথম ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। আমরা যদি ২৯০ বা ২৮০ রানও করতাম। ওরা দ্বিতীয় ইনিংসে ২৪০ রান করেছে আমরা ২৬০ রান করেছি। সেদিক থেকে বলব ওই রানটাই বড় পার্থক্য হয়ে দাঁড়িয়েছে। এখানেই আমাদের আক্ষেপ।

শুধু মাশফিকের নয়, এই আক্ষেপটা পুরো বাংলাদেশের ক্রিকেট ভক্তদের।

মুশফিক বলেন, প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে ভালো করেছি। আসলে প্রথম ইনিংসে আমরা যদি ৪৫ রানে পিছিয়ে না থাকতাম তাহলে ফলাফল অন্যরকম হতে পারত।

Show More

আরো সংবাদ...

Back to top button