
নায়লার সঙ্গে সাব্বিরের বিজ্ঞাপন প্রচার বন্ধ
ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
বিভিন্ন সময় বিতর্কের জন্ম দেয়া আলোচিত মডেল নায়লা নাঈমের সঙ্গে ক্রিকেটার সাব্বির রহমানের করা কোমন পানীয়র বিজ্ঞাপনটির প্রচার বন্ধ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির এ সংক্রান্ত নির্দেশনার পর বিজ্ঞাপনটি বন্ধ করে দেয়া হয়।
গত দুইদিন ধরে বিজ্ঞাপনটি আর প্রচার করা হচ্ছে না বলে জানা গেছে। তবে বিজ্ঞাপন বন্ধের বিষয়ে কেউ এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।
প্রসঙ্গত, সম্প্রতি প্রচারে আসা অস্কার পানীয় নিয়ে করা সাব্বিরের বিজ্ঞাপনটি ব্যাপক সাড়া ফেলে। বিজ্ঞাপনে নায়লা নাঈমের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেন সাব্বির।
তবে বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারছে না বিসিবি। বিসিবির মতে বিজ্ঞাপনটি অমার্জিত ও কুরুচিপূর্ণ। আর সাব্বির যেহেতু বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার, তাই এই বিজ্ঞাপনে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এ কারণেই বিজ্ঞাপনটির প্রচার বন্ধ করার নির্দেশ দেয় বিসিবি। এমনকি অস্কারের সঙ্গে চুক্তি বাতিল করতে সাব্বিরকে আদেশ দেয়া হয়।
বিসিবির তরফে বিষয়টি ই-মেইল করে জানানো হয় সাব্বিরকে। একই মেইল বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান, ক্রিকেট অপারেশন্স কমিটির ম্যানেজার ও কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান সাব্বির খানকেও দেয়া হয়।