জেলার সংবাদ

রংপুরে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৭৮

ঢাকা, ২৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

রংপুরে শিশু আলিফাকে (২২ মাস) হত্যার অভিযোগে আলাল উদ্দিনসহ বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ৭৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে বিষয়টি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম জানান।

তিনি বলেন, সোমবার (২৪ অক্টোবর) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।

এদিক, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরকীয়া প্রেমের জেরে নগরীর তাজহাট এলাকায় গত ১৫ সেপ্টেম্বর একটি কলাবাগানে শিশু আলিফাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। যার মূল হোতা ও আসামি আলাল উদ্দিন। পরে ১৭ সেপ্টেম্বর বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় নিহত শিশুর নানি আফরোজা বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতার হওয়া আলাল নগরীর কিসামত বিষু মানজাই গ্রামের মৃত প্লান্টু মিয়ার ছেলে।

Show More

আরো সংবাদ...

Back to top button