জেলার সংবাদ

কালীগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত আহত

ঢাকা, ২৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নাসির উদ্দিন নামে এক ডাকাত আহত হয়েছে। আজ মঙ্গলবার ভোররাতে কালীগঞ্জ উপজেলার বারোবাজার-তাহেরপুর সড়কের ছিরা-জাঙ্গাল মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় এক পুলিশ ও এক আনসার সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ গুলিভর্তি সার্টারগান ও দুটি দা উদ্ধার করেছে। আহত ডাকাত সদস্য নাসির উদ্দিনের নামে কালীগঞ্জসহ বিভিন্ন থানায় ৮টি ডাকাতি মামলা রয়েছে। সে কালীগঞ্জ উপজেলার মিঠাপুকুর গ্রামের সামছুদ্দিন মন্ডলের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ডাকাত নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র উদ্ধারের জন্য গেলে তার সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলি বিনিময়ের এক পর্যায়ে পালাতে গিয়ে ডাকাত নাসির আহত হয়।

ঘটনাস্থল থেকে একটি সার্টারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় সোহাগ নামে এক পুলিশ কনস্টেবল ও মনির নামে এক আনসার সদস্য আহত হয়েছেন। আহত ডাকাত সদস্য নাসিরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button