জেলার সংবাদ

দিনাজপুরে জনপ্রিয় হচ্ছে খাঁচায় মাছ চাষ

ঢাকা, ২৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

জলবায়ু পরিবর্তনের কারণে মৎস্য উৎপাদনের ক্ষেত্রগুলো সংকুচিত হলেও দিনাজপুরে নদীতে চীনা প্রযুক্তি ব্যবহার করে খাঁচায় মাছ চাষ প্রকল্প জনপ্রিয়তা লাভ করেছে। রাবার ড্যামে এই প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষিরা লাভবান হচ্ছেন। জেলা মৎস্য বিভাগের মতে, এই পদ্ধতিতে চাষ করলে বেকার সমস্যাসহ মাছের ঘাটতি পূরণ সম্ভব।

দিনাজপুর সদর উপজেলার আত্রাই নদীর মোহনপুর রাবার ড্যামকে ঘিরে গড়ে উঠেছে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প। রাবার ড্যামের কারণে সারা বছর পানি প্রবাহ থাকায় খাঁচায় মাছ চাষ সহজে করা যায়। এই প্রকল্পের আওতায় প্রথম অবস্থায় ১০টি খাঁচায় ৭০টি বক্স স্থাপন করা হয়েছে। প্রতিটি খাঁচায় মনো সেক্স তেলাপিয়া পোনা রয়েছে ৬ থেকে ৮ হাজারটি। যা ৩ মাসের মধ্যে বাজারজাত করা যায়। প্রতিটি খাঁচা থেকে লাভ আসবে ১ লাখ থেকে সোয়া লাখ টাকা।

চাষীরা বলেন, মাছ যে খাঁচায় হবে তারা ভাবতে পারেননি। এখন সুন্দর মাছ চাষ করা যাচ্ছে। খাঁচায় মাছ চাষ করার পদ্ধতি উপজেলা থেকে শেখানো হয়েছে। তারা আরও বলেন আগে নদীতে পানি ছিলোনা। এখন রাবার ড্যাম হওয়ার কারণে মাছ চাষ করা সম্ভব হচ্ছে।

রাবার ড্যামের কারণে শুষ্ক মৌসুমে এলাকায় ১০ হাজার হেক্টর জমি আবাদের পাশাপাশি এখন মৎস্য চাষ হচ্ছে। এতে মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নতি হচ্ছে। মৎস্য সম্প্রসারণ প্রকল্পের সভাপতি শাহজামাল সরকার বলেন, ‘এই চাষের কারণে কর বা ট্যাক্স দিতে হচ্ছেনা, যার ফলে পুকুর না থাকা সত্বেও বিনা মূল্যে শুধু মাত্র খাঁচা দিয়ে মাছ চাষ করা যাচ্ছে।’

মৎস্য উৎপাদনের ক্ষেত্রগুলো সংকুচিত হলেও এ প্রযুক্তি মাছের চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করেন এ মৎস্য বিশেষজ্ঞ।

তিনি বলেন, তিনি মাসেই এক একটি মাছ ৩০০ গ্রাম থেকে ৪০০ গ্রাম পর্যন্ত হয়ে যায়।

জেলা মৎস্য কর্মকতার দাবি, নতুন এ প্রযুক্তিতে আমিষের ঘাটতি পূরণসহ বেকার সমস্যা সমাধান সম্ভব হবে।

দিনাজপুরে বছরে মাছের চাহিদা ৬২ হাজার মেট্রিক টন, আর উৎপাদন হচ্ছে ৫২ হাজার মেট্রিক টন। সূত্র: সময় টিভি

Show More

আরো সংবাদ...

Back to top button