
বুড়িমারী ইউনিয়ন আ’লীগের ১৭ নেতাকর্মী বহিষ্কার
ঢাকা, ২৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) রাতে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম নাজু বুড়িমারী স্থলবন্দরের জেলা পরিষদ ডাকবাংলোর সামনে এক পথসভায় বহিষ্কৃতদের নাম ঘোষণা করেন।
বহিষ্কৃত নেতারা হলেন, বুড়িমারী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সচিব রেজোয়ান হোসেন, বিলুপ্ত কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ নেওয়াজ নিশাত, যুবলীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আলী আজম, সহ সভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, ছাত্রলীগের সহ সভাপতি আবু সাঈদ সুজন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তোসাদ্দেক হোসেন আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রুমেল, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন এ্যাপলো, ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি হোসেন আলী, সাধারণ সম্পাদক আজিজার রহমান, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি দুলাল হোসেন।
তবে বহিষ্কৃত নেতা রেজোয়ান হোসেন ও চেয়ারম্যান প্রার্থী (আনারস) আবু সাঈদ নেওয়াজ নিশাতসহ কয়েকজন নেতা জানান, তারা এখনো বহিষ্কারের কোনো কাগজ হাতে পাননি।
পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম নাজু বলেন, বুড়িমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।
ইতোমধ্যে বহিষ্কৃত নেতাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। ২৪ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও জানান তিনি।