আন্তর্জাতিক

দুর্নীতির দায়ে চীনে ১০ লাখ সরকারি কর্মকর্তার সাজা

ঢাকা, ২৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

চীনে গেল তিন বছরে নানা ধরনের দুর্নীতির অভিযোগ ১০ লাখেরও বেশি সরকারি কর্মকর্তাকে বিভিন্ন ধরণের সাজা দেয়া হয়েছে। এর মধ্যে বিভিন্ন ধরণের অপরাধে অভিযুক্ত ৪০৯জন পলাতক কর্মকর্তাকে আটক করা হয়েছে।

চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী প্লেনাম বৈঠকের আগে এসব তথ্য প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ।

ঘুষ গ্রহণ এবং স্বজনপ্রীতির মত দুর্নীতির দায়ে সাজা এসব কর্মকর্তাদের মধ্যে নিম্নপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যের মত ক্ষমতাধর নেতারাও রয়েছেন।

প্রেসিডেন্ট শি জিনপিং দুর্নীতি-বিরোধী অভিযানের অংশ হিসেবে এসব পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

তবে কোন কোন বিশ্লেষকের দাবি রাজনৈতিক প্রতিদ্বন্দীদের বিরুদ্ধে এই অভিযানকে ব্যবহার করছেন প্রেসিডেন্ট শি জিনপিং। তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে থাকেন তিনি।

বেইজিং থেকে বিবিসির সংবাদদাতা স্টিভেন ম্যাকডনেল জানিয়েছেন, চলতি সপ্তাহের এই রুদ্ধদ্বার বৈঠকে কমিউনিস্ট পার্টির নিয়মকানুনে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা করা হবে।

তবে এসব পরিবর্তনের ফলে প্রেসিডেন্ট শির ক্ষমতা আরও বেড়ে যেতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Show More

আরো সংবাদ...

Back to top button