আন্তর্জাতিক

ভেঙে পড়ল প্রধানমন্ত্রীর বিমান

ঢাকা, ২৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কির ভারত সফরের সময় বিমান ভেঙে পড়েছে।

এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সফর বিলম্বিত করেছেন তিনি। সোমবার জন কির মুম্বাই পৌঁছানোর কথা ছিল।

কির মুখপাত্র মাইকেল ফক্স জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মুম্বাইয়ের ব্যবসায়ীদের সঙ্গে তার পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন।

এর পরিবর্তে মঙ্গলবার তিনি সরাসরি নয়াদিল্লি পৌঁছাবেন। খবর রয়টার্স ও এনডিটিভির।

মাইকেল ফক্স জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী জন কির বিমান এয়ার ফোর্স বোয়িং ৭৫৭ অকল্যান্ডের হোয়েনুপাই বিমানঘাঁটি থেকে উড়াল দিয়ে টাউনভিলে গিয়ে অবতরণ করে। এখান থেকে জ্বালানি ভরে উড়াল দেয়ার সময় বিমানটি ভেঙে পড়ে।’

দুর্ঘটনার বিস্তারিত বিবরণ না জানিয়ে তিনি বলেন, ‘এটা সামান্য ঘটনা, এতে কোনো হতাহত হয়নি। তবে যান্ত্রিক ত্রুটিতে বিমানটি আর চালু হচ্ছে না।’

এদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কির এ সফর ভারত-নিউজিল্যান্ড সম্পর্ককে আরও মজবুত করে তুলবে বলে আশা করা হচ্ছে।

জন কি তার সফরের প্রাক্কালে বলেছেন, ‘দু’টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি ছাড়াও প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার বৈঠকে ভারতের অর্থনৈতিক সংস্কারে তার প্রয়াস এবং ভারতের এ বিকাশে নিউজিল্যান্ড কিভাবে শরিক হতে পারে, সে বিষয়ে আলোচনার সুযোগ পাব।’

৫ বছরে দু’দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ৪১ শতাংশ বেড়ে ২৪০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর এ সফর, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে সহায়ক হবে।

Show More

আরো সংবাদ...

Back to top button