জেলার সংবাদ

মানিকগঞ্জের দুই উপজেলায় ৩২ জেলে আটক

ঢাকা, ২৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুর উপজেলার পদ্মা ও যমুনার বিভিন্ন এলাকা থেকে ৩২ জেলেক আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ অক্টোবর) মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পৃথকভাবে  অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম বাংলানিউজকে জানান, এখন ইলিশের প্রজনন মৌসুম। এজন্য ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি ও মজুদ করা নিষিদ্ধ করেছে সরকার। সরকারি এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে রাতভর শিবালয় উপজেলার পদ্মা-যমুনার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ইলিশ শিকারের দায়ে ২৮ জেলেক আটক করা হয়।

এছাড়া দৌলতপুর উপজেলার যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে চার জেলেকে আটক করে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

আটক জেলেদের দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে বলে জানা গেছে।

Show More

আরো সংবাদ...

Back to top button