
জেলার সংবাদ
ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২, অস্ত্র ও বোমা উদ্ধার
ঢাকা, ২৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): েঝিনাইদহে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে শহরের বাইপাস এলাকার শহীদ নজির উদ্দিন সড়কের মোড়ে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে পুলিশ।
নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহত পুলিশ কনস্টেবলরা হলেন-নাসিম, আলমগীর ও বুলবুল।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ভোররাতে বাইপাস সড়ক দিয়ে কালীগঞ্জ থেকে তিনটি মোটরসাইকেল যোগে ৫/৬ জন সন্ত্রাসী বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। পুলিশের একটি টহল দল তাদের থামতে সিগন্যাল দেয়। তারা তা অমান্য করে এগোতে থাকলে পুলিশ তাদের তাড়া করে। সন্ত্রাসীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে তিনটি বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের মধ্যে গোলাগুলির পর সন্ত্রাসীরা দুইটি মোটর সাইকেলে করে পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি মোটর সাইকেল, দুইটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, পাঁচটি বোমা, দুইটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করেছে পুলিশ।