রাজনীতি

নতুন কমিটির কাছে গ্রহণযোগ্য ইসি চায় বিএনপি

ঢাকা, ২৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

সবার মতামতের ভিত্তিতে সার্চ কমিটি গঠন করে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করতে আওয়ামী লীগের নতুন কমিটির কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার বেলা পৌনে ১১টায় নয়াপল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

এ সময় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করতে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের কাউন্সিলে বেশিরভাগ দল অংশ নেয়নি দাবি করে রিজভী বলেন, কাউন্সিলে অন্যান্য রাজনৈতিক দলের অধিকাংশই অংশগ্রহণ না করার মাধ্যমে বোঝা যায় আওয়ামী লীগের একনায়তন্ত্রিক শাসন ব্যবস্থাকে জায়েজ করতে কেউ আগ্রহী নয়।

তিনি বলেন, কাউন্সিলে বিরোধী দলের প্রতি সেই পুরনো হুমকি-ধামকি, দেখে নিবো, নির্মূল করবো, ধ্বংস হয়ে যাবে ইত্যাদি বিষাক্ত বিদ্বেষমূলক বক্তব্যই উচ্চারিত হয়েছে আওয়ামী লীগ নেতাদের মুখে।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ সভানেত্রী তাদের কাউন্সিলে বলেছেন যে করেই হোক আওয়ামী লীগকে আবারো রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে এবং বিএনপিকে কোনভাবেই ক্ষমতায় যেতে দেয়া হবে না। আগামী নির্বাচনের পরিণতিটা যে কী ভয়াবহ রুপ নেবে ” যে করেই হোক” এই বক্তব্যটি সেটিরই ইঙ্গিত।

তিনি বলেন, এ ধরনের বক্তব্যে এটাই প্রমাণিত হয় যে তারা আগামী নির্বাচন নিজেদের অধীনে করে জনগণের মতামত অগ্রাহ্য করে তারা জবরদখলকারী ভুমিকাই পালন করবে। রক্তঝরা নির্বাচন করে ক্ষমতায় থাকাটাকেই তাদের কাউন্সিলের মূল প্রতিপাদ্য বলে মনে হয়েছে।

আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, বর্তমান গণতন্ত্রহীন দেশে সমাধিস্থ গণতন্ত্র ফিরিয়ে এনে বাক স্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়া এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি যথাযথভাবে কাজ করবেন বলে দেশবাসী প্রতাশা করে।

Show More

আরো সংবাদ...

Back to top button