
ঝিনাইদহে বাড়িতে ঢুকে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, গ্রেফতার ৩
ঢাকা, ২৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঝিনাইদহ শহরের স্কুলছাত্রী পূজাকে ছুরিকাঘাতে জখম করেছে লিপু নামের এক বখাটে। আহত পূজাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পূজা ঝিনাইদহ শহরের জমিলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। এ ঘটনায় সোমবার রাতে ওই ছাত্রীর বাবা বিপুল কুমার মজুমদার পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
আহত স্কুলছাত্রী জানায়, পাড়ার একটি বাসার ভাড়াটিয়া ফল বিক্রেতা বাবুর শ্যালক লিপু সন্ধ্যা ৬টার দিকে তাদের বাড়ির প্রাচীর টপকে ছাদে উঠে আসে। এরপর তার হাত ধরে নিচে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে লিটু তার গলায় ছুরি চালানোর চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে ছুরি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার মুখমণ্ডলে এবং ডান হাতে আঘাত লাগে। চিৎকার শুরু করলে লিটু পালিয়ে যায়। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা।
স্কুলছাত্রীর ভাই জানান, চার-পাঁচ মাস ধরে লিটু তার বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় বলে সুযোগ বুঝে আজ বিকেলে সে ছাদে উঠে ছুরি দিয়ে তার বোনকে হত্যার চেষ্টা করে।
ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাসুদুজ্জামান রুমন বলেন, স্কুলছাত্রীর বাম চোয়ালে ও ডান হাতে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। অস্ত্রোপচার করে ক্ষত স্থানে সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত।
এদিকে, মামালার বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান,‘মামলার পরপর লিপু ও তার দুই সহযোগী রুহুল আমিন, রুপাকে শহর থেকে আটক করা হয়েছে।’ মামলার স্বার্থে বাকি দু আসামির নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।