
লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রবৃদ্ধি অর্জন ৭.১১ শতাংশ
ঢাকা, ২৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
দেশের ইতিহাসে এই প্রথম মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি সাত শতাংশের ঘর অতিক্রম করলো।
চলতি অর্থবছরের প্রাথমিক হিসেবে এ হার ৭.০৫ শতাংশ ধরা হয়েছিল। তবে চূড়ান্ত হিসেবে জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭.১১ শতাংশ।
মঙ্গলবার (২৫ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি অবহিত করেন।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি-১ সম্মেলন কক্ষের সংস্কার কাজ চলার কারণে কয়েক বছরের মধ্যে এবারই একনেক সভা অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এখানেই প্রধানমন্ত্রীকে বিষয়টি জানান পরিকল্পনামন্ত্রী।
সভা চলাকালে বিষয়টি নিশ্চিত করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
গত অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল ৬.৫৫ শতাংশ। অন্যদিকে জিডিপি প্রবৃদ্ধি ৬.৮ শতাংশ অর্জিত হবে বলে পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক। একইভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৬.৯ শতাংশ এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবিও) এ সময়ে প্রবৃদ্ধির হার ৭.১ শতাংশ জিডিপির পূর্বাভাস দিয়েছিল।
সবার পূর্বাভাস ভুল প্রমাণ করে বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জন এখন ৭. ১১ শতাংশ।