আইন ও আদালত

তাভেল্লা সিজার হত্যা মামলার বিচার শুরুর নির্দেশ

ঢাকা, ২৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

ইতালিয়ান নাগরিক তাভেল্লা সিজার হত্যা মামলায় সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসান মোল্লা উপস্থিত পাঁচ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন।

আদালত আগামী ২৪ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌশুলি তাপন কুমার পাল বলেন, কাঠগড়ায় উপস্থিত পাঁচ আসামিকে অভিযোগ পড়ে শোনালে তারা নিজেদের নির্দোশ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চান। এ মামলার অন্য দুই আসামি পলাতক আছেন।

Show More

আরো সংবাদ...

Back to top button