অর্থ ও বাণিজ্য

৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে আইসিবি

ঢাকা, ২৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভুত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২৪ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৫৯ টাকা ৩০ পয়সা। এবং শেয়ার প্রতি সমন্বিত কার্যকরী নগদ প্রবাহের পরিমান (এনওসিএফপিএস) হয়েছে ৪৩ টাকা ৩৮ পয়সা।

ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতির জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৪ ডিসেম্বর হোটেল পূর্বাণীতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির রাস্ট্রায়ত্ব প্রতিষ্ঠানটি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

Show More

আরো সংবাদ...

Back to top button