
আন্তর্জাতিক
সিরিয়ায় তুরস্কের সেনা অভিযানে ১শ’ বেসামরিক নাগরিক নিহত
ঢাকা, ২৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
সিরিয়ায় গত দুই মাসে তুরস্কের সেনা অভিযানে ১শ’ বেসামরিক নাগরিক নিহতহয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় গেল ২৪ আগস্ট শুরু হওয়া তুর্কি বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণে ৯৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এরমধ্যে ২২ জন শিশুও রয়েছে।
আইএস নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকায় এসব হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, অভিযানে বেশির ভাগ ক্ষেত্রে কুর্দিরা নিহত হয়েছেন। তবে এ প্রতিবেদনের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি আঙ্কারা। সূত্র: সময় টিভি