আন্তর্জাতিক

কেনিয়ায় গেস্ট হাউজে জঙ্গি হামলা, নিহত ১২

ঢাকা, ২৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

কেনিয়ার মান্দেরা শহরের বিশারো গেস্ট হাউজে হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে এখন পর্যন্ত ১২জন নিহতের খবর পাওয়া গেছে।

এ ঘটনায় এখনও বেশ কয়েকজন গেস্ট হাউজের ভেতরে জিম্মি অবস্থায় রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় পুলিশ জানায়, নিহতদের সবাই বেসামরিক লোকজন। এদের মধ্যে ১০জন স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এসেছিলেন। এছাড়া এ ঘটনায় বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশটির পুলিশের এক কর্মকর্তা বলেন, গেস্ট হাউজের ভেতরে এখনও কতজন জিম্মি অবস্থায় রয়েছে আমরা জানি না। তবে তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

Show More

আরো সংবাদ...

Back to top button