বিনোদন

বড়পর্দায় নতুন জুটি বাপ্পী-অরিন

ঢাকা, ২৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

রূপালি পর্দায় পাওয়া যাবে নতুন রসায়ন। চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও চিত্রনায়িকা অরিন প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন নতুন একটি ছবিতে। ছবির নাম ‘স্বপ্ন জুড়ে তুমি’। পরিচালনা করবেন এসএম জাহিদ।

এ প্রসঙ্গে অরিন বলেন, ‘কদিন আগে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। বাপ্পীর সঙ্গে এটি হতে যাচ্ছে আমার প্রথম কাজ। ছবির গল্পটা শুনেই কাজ করতে রাজি হয়েছি। চমৎকার একটি রোমান্টিক ধাঁচের লাভ স্টোরি। আশা করছি খুব ভালো একটি কাজ হবে।’

নির্মাতা জাহিদ বলেন, ‘বাপ্পী-অরিনকে ছবিতে চুক্তিবদ্ধ করেছি। আগামী মাসের ৪ তারিখ থেকে ছবির কাজ শুরু হবে সাভারে।’

এটি ফিল্মের ব্যানারে নির্মিত এই ছবিতে আরো অভিনয় করবেন সুচরিতা, মিশা সওদাগর প্রমুখ।

বাপ্পী বর্তমানে বেশ কিছু ছবিতে কাজ করছেন। তার অভিনীত ছবিগুলোর মধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মিসড কল’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘আপন মানুষ’, ‘আমি তোমার হতে চাই’ ইত্যাদি। অন্যদিকে, গত মার্চে অরিনের প্রথম ছবি ‘ছিন্নমূল’ মুক্তি পায়। বর্তমানে অরিন ‘ফিফটি ফিফটি লাভ’ ও ‘বিধ্বস্ত’ নামের দুটি ছবিতে কাজ করছেন।

Show More

আরো সংবাদ...

Back to top button