ফ্যাশন

শরতের রঙে নিজেকে রাঙালেন প্রিয়তি

ঢাকা, ২৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

‘মিজ আয়ারল্যান্ড’ হিসেবে বাংলাদেশের মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তি গোটা বিশ্বে তুলে ধরেছেন দেশকে। বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরতে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাচ্ছেন তিনি। এবার আইরিশ বডি পেইন্টিং চ্যাম্পিয়নশিপে বিজয়ী জার্মানির বিয়াঙ্কার সঙ্গে কাজ করলেন আইরিশ সুন্দরী কন্যা প্রিয়তি। রঙে রঙে প্রিয়তিকে সাজানো হয়েছিলো শরতের রানীর মতো।

‘দ্য কুইন অব অটাম’ মূলভাবনায় নিজের সারা দেহে শরতের আভা ছড়ালেন এই সুন্দরী। নানান রঙ দিয়ে পুরো শরীরে সাজানো শিল্পের একটি আকারকে বলা হয় ‘বডি পেইন্টিং’। এটি স্থায়ী হয় কয়েক ঘণ্টা মাত্র। এজন্য এটাকে অনেকে অস্থায়ী উল্কিও বলে থাকেন। পৃথিবীর বিভিন্ন দেশে এ শিল্প জনপ্রিয়।

বডি পেইন্টিং করানোর এ অভিজ্ঞতা থেকে প্রিয়তি রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘বিয়াঙ্কার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’

ঢাকায় শৈশব কাটলেও কৈশোরে প্রিয়তি চলে যান আয়ারল্যান্ডে। সেখানে বসবাস করছেন দীর্ঘ ১৫ বছর ধরে। মিজ আয়ারল্যান্ড খেতাব জিতে মূলত আলোচনায় আসেন তিনি। প্রিয়তি পেশায় বৈমানিক। ১৪ বছর ধরে বাস করছেন আয়ারল্যান্ডে, কিন্তু মনেপ্রাণে পুরোদস্তুর একজন বাঙালি নারী প্রিয়তি।

Show More

আরো সংবাদ...

Back to top button