বিনোদন

ড্যান্সেও লালে লাল রামদেব!

ঢাকা, ২৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

টেলিভিশনে গেরুয়া পোশাক পরে যোগ ব্যায়াম-প্রাণায়ামের কারণেই ভারতজুড়ে পরিচিতি পান ‘বাবা রামদেব’।

এরপর ক্রমশ একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠেন তিনি। আটা, নুডলস থেকে শুরু করে চুল কালো করার রঙ, পতঞ্জলি প্রডাক্টের রমরমায় তিনি এখন গেরুয়া পোশাকেই লালে লাল।

ফিজিকাল ফিটনেসে বরাবরই তুখোড় এই যোগগুরু। একবার তার অনশন মঞ্চে পুলিশ এসে পড়ায় দুরন্ত এক লাফে মঞ্চ থেকে মুহূর্তেই উধাও হন তিনি।

সেবার নারী মহলে ঢুকে মেয়েদের পোশাক পড়ে গা ঢাকা দিয়ে পুলিশের হাত থেকে বেঁচেছিলেন রামদেব।

উফ! সে কী লাফ! টেলিভিশন দর্শক দু’চোখ ভরে সেই ‘লাফ’ উপভোগ করেছেন।

ফুটবল মাঠে নেমেও বিনোদিত করেছেন মানুষকে। এই রামদেব যে নৃত্য ছন্দেও সাবলীল তা অনেকেরই জানা ছিল না।

এক ডান্স রিয়ালিটি শোর শুটিং ফ্লোরে জানা গেল তার এই প্রতিভাও।

শিল্পা শেটির সুপার ডান্সারে এসে মিউজিক্যাল বিটে তাল মিলিয়ে ‘বাবাজি’র নতুন প্রদর্শন ‘যোগনৃত্য’।

প্রথম যখন মঞ্চে ‘সুপার বাবা’ এলেন তখন কেউই আশা করেননি তার কাছ থেকে এমন নতুন নৃত্যকলার প্রদর্শন দেখা যাবে। গেরুয়া বস্ত্র পড়ে ‘বাবাজি’ জমিয়ে দিলেন সুপার ডান্সারের মঞ্চ।

এতে মুগ্ধ হয়েছেন পরিচালক অনুরাগ বসু এবং কোরিওগ্রাফার গীতা কপূরও।

Show More

আরো সংবাদ...

Back to top button