
জেলার সংবাদ
ফরিদপুরে নারী মাদক বিক্রেতা গ্রেফতার
ঢাকা, ২৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
ফরিদপুরের রথখোলা এলাকা থেকে সোমবার এক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ও কোতয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত ওই নারী লাইলী বেগম (২৭) মো. হাশেম শেখের স্ত্রী।
মাদক নিয়ন্ত্রণ অধিদফতর সূত্র জানায়, ইন্সপেক্টর বিমল চন্দ্র বিশ্বাস ও কোতয়ালী থানা পুলিশ ওই অভিযানে লাইলী বেগমের কাছ থেকে এক কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।