জাতীয়

অসুস্থ হয়ে হাসপাতালে বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ২৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) লতিফ বকসী বাংলানিউজকে বিয়ষটি জানিয়েছেন।

তিনি জানান, বেশ কিছুদিন ধরেই বাণিজ্যমন্ত্রী শারীরিক অসুস্থতায় ভ‍ুগছিলেন। গত শুক্রবার (২১ অক্টোবর) আওয়‍ামী লীগের কাউন্সিলে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি।

‘কিন্তু দলের কাউন্সিল থাকায় সে সময় হাসপাতালে চিকিৎসা নেননি। এরপর সোমবার রাতে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।’

এদিকে বাণিজ্যমন্ত্রীর তেমন কোনো গুরুতর অসুখ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) সাইফুল হাসান।

তিনি বলেন, ঋতু পরিবর্তনজনিত কারণে অসুস্থতায় ভুগছেন মন্ত্রী। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button