
জঙ্গিদের পৃষ্ঠপোষক খালেদা জিয়া
ঢাকা, ২৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক হলেন খালেদা জিয়া আর জঙ্গি বানানোর কারখানা হলো বিএনপি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
‘জঙ্গি নির্মূল কর, জঙ্গি সঙ্গী বর্জন ও বিচার’ শীর্ষক মানববন্ধনের আয়োজন করে জাতীয় যুব জোট।
হাসানুল হক ইনু বলেন, দেশে যতগুলো জঙ্গি আছে তাদের পৃষ্ঠপোষকতায় ছিলেন খালেদা জিয়া, বিএনপি জঙ্গি বানানোর কারখানা, কারখানা আর পৃষ্ঠপোষকে বিচারের আওয়াতায় আনতে হবে তবেই দেশের জঙ্গি নির্মূল সম্ভব হবে।
তিনি আরো বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের টুপি পরে অগণতান্ত্রিক কাজ করে বেড়াচ্ছেন, আগুন বোমা দিয়ে দেশ থেকে মানুষকে উৎখাত করার চেষ্টা করছেন, জঙ্গি গুপ্তহত্যা চালিয়ে দেশে অশান্ত পরিবেশ সৃষ্টি করছেন।
মানববন্ধবের এই ব্যানার থেকেই আমরা তার বিচারের দাবি করছি, তাহলেই শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি রোকোনুজ্জামান রোকন ও জোটের বিভিন্ন নেতাকর্মীরা।