জাতীয়

বাংলাদেশ-থাইল্যান্ড ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনের ওপর গুরুত্বারোপ

ঢাকা, ২৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনের ওপর গুরুত্বারোপ করেছে দু’দেশের সংসদীয় প্রতিনিধি দল। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন চলাকালে সোমবার অনুষ্ঠিত সভায় এবিষয়ে আলোচনা হয়। এসময় চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে যাওয়া রোগীদের সুবিধার্থে দো-ভাষী নিয়োগের জন্য থাই সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।

দ্বি-পাক্ষিক ওই সভায় বাংলাদেশের পক্ষে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া ও থাইল্যান্ডের পক্ষে সংসদ সদস্য মি. বিলাইভন সামপাটিসিরি নেতৃত্ব দেন। এসময় হুইপ মো. আতিউর রহমান আতিক, সংসদ সদস্য আবুল কালাম আজাদ, নাসিমা ফেরদৌসি ও এম এ আউয়াল উপস্থিত ছিলেন। সভার শুরুতে থাইল্যান্ডের রাজার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানানো হয়।

সভায় ডেপুটি স্পিকার আশিয়ানভূক্ত দেশ হিসেবে উভয় দেশের সম্পর্কের উপর অধিকতর গুরুত্ব আরোপ করে বলেন, আশিয়ানভূক্ত প্রথম দেশ হিসেবে থাইল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিলো। যে কারণে বাংলাদেশ কৃতজ্ঞ। তিনি দু’দেশের সম্পর্ক আরো জোরদার করতে বাংলাদেশ-থাইল্যান্ড সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের প্রয়োজনীয়তা কথা তুলে ধরেন।

সন্ত্রাস দমনে বাংলাদেশ জিরো টলারেন্স নীতি মেনে চলছে উল্লেখ করে তিনি বলেন, হলি আর্টিজনের ঘটনায় থাই সরকার কর্তৃক দেওয়া সহমর্মিতা ও সান্ত¡নার বাণী বাংলাদেশ সরকারকে সন্ত্রাস দমনে প্রেরণা যুগিয়েছে। বিশ্বাবসী সহায়তায় জঙ্গি-সন্ত্রাসীদের দশন করা সম্ভব হয়েছে। তিনি দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশসমূহের মধ্যে নিবিড় অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার বিষয়ে বাংলাদেশ এবং থাইল্যান্ডের ভূমিকার বিষয়টি তুলে ধরেন।

এদিকে ১৩৫তম আইপিইউ সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা আজ গভর্নিং কাউন্সিলের সভায় অংশগ্রহণ করেন। সভায় আইপিইউ-এর সভাপতি এবং মহাসচিবের রিপোর্ট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। একই সময়ে তারা অনুষ্ঠিত ‘ফোরাম অব ইয়ং পার্লামেন্টোরিয়ান’ সভায় অংশগ্রহণ করেন। এছাড়া সম্মেলনের ‘স্ট্যন্ডিং কমিটি অন ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইট্স’ সভায় চিফ হুইপ আ স ম ফিরোজ ও সংসদ সদস্য আবুল কালাম আজাদ অংশগ্রহণ করেন।

Show More

আরো সংবাদ...

Back to top button