জেলার সংবাদ

খেলতে গিয়ে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

ঢাকা, ২৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার জগতবেড় ইউনিয়নে পচাঁ ভান্ডার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- ওই গ্রামের আরিফুল ইসলামের মেয়ে আরফিনা (৬) ও আরিফুলের ছোট ভাই সানোয়ার ইসলামের মেয়ে চম্পা মনি (৬)। তারা স্থানীয় পচাঁ ভাণ্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

জানা যায়, মঙ্গলবার বিকালে বাড়ির পাশেই একটি পুকুরের পাড়ে খেলা করছিল ওই ২ শিশু। এক পর্যায়ে তারা পুকুরের পানিতে পরে ডুবে যায়। তাদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলার জগতবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নবিবর রহমান বলেন, পুকুরের পানিতে ডুবে ওই ২ শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি।

Show More

আরো সংবাদ...

Back to top button