রাজনীতি

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা

ঢাকা, ২৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সংগঠনের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন এক জরুরি বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক এ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ছাত্রলীগের দফতর সম্পাদক দেলোয়ার শাহজাদা।

তিনি বলেন, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে গত সোমবার সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা কমিটির অধীনে করা অন্যান্য নতুন কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button