
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন: রিজভী
ঢাকা, ২৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
আওয়ামী লীগের নতুন কমিটিকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান।
রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগের সম্মেলনে স্বৈরশাসনের প্রতিফলন ঘটেছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য বিষাক্ত ও বিদ্বেষমুলক। প্রধানমন্ত্রী বলেছেন যে করেই হোক আবার ক্ষমতায় যেতে হবে। তার এমন বক্তব্যে বোঝা যায় আগামী নির্বাচনও হবে ভয়াবহ। যে কোনো ভাবেই হোক তাদের ক্ষমতায় যেতে হবে।’
বিএনপির এই নেতা বলেন, তার (শেখ হাসিনা) দেওয়া বক্তব্য ও দেশের বর্তমান অবস্থায় বোঝা যায় গণতন্ত্রের স্থান হবে আজিমপুর গোরস্থানের দিকে। একই সুরে ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে না গিয়ে ভুল করছে, চোলাবালিতে হারিয়ে যাবে। তার এমন বক্তব্যে সমালোচনা করে রিজভী বলেন, তারা এখন বাড়িতে বাড়িতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানী করছে।
তিনি আরও বলেন, ‘আপনারা অবিলম্বে সকলের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি গঠনের মাধ্যমে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন করুন। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে যথাযথ উদ্যোগ নিন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাক অ্যাড. আব্দুস সালাম প্রমুখ।