আন্তর্জাতিক

পাকিস্তানে হামলার দায় স্বীকার করেছে আইএস

ঢাকা, ২৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

পাকিস্তানের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলায় ৫৯ জন নিহতের ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

সোমবার গভীর রাতে বেলুচিস্তানের কোয়েটা শহরে একটি পুলিশ প্রশিক্ষণ কলেজে হামলায় নিহত হন ৫৯ জন এবং আহত হন ১০০ জন।

হামলাকারীরা কলেজটির হোস্টেলে ঢুকে পড়ে সেখানে অবস্থানরতদের জিম্মি করে। পরে সেনাবাহিনী কলেজটিতে অভিযান চালিয়ে কয়েকজন হামলাকারীকে গুলি করে হত্যা করে।

হামলার পর আইএসের কথিত বার্তা সংস্থা আমাকে প্রকাশিত সংবাদে হামলার দায় স্বীকার করে আইএস জানায়, ইসলামিক স্টেটের যোদ্ধারাই এ হামলা চালিয়েছে।

তবে মেজর জেনারেল শের আফগান এ হত্যাকাণ্ডের জন্য জঙ্গি সংগঠন লস্কর-ই-ঝাংভিকে দায়ী করেছেন।

Show More

আরো সংবাদ...

Back to top button