আন্তর্জাতিক

অতিরিক্ত ফেসবুক আসক্তি প্রাণ কাড়ল স্কুলছাত্রীর

ঢাকা, ২৫ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

দক্ষিণ কলকাতার নেতাজি নগর থানা এলাকার তরুছায়া আবাসনের বাইরে থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার। ছাত্রীর নাম আনুশকা মণ্ডল। সাউথ পয়েন্ট স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিল সে। মরদেহ উদ্ধারের পরই এই ঘটনা আত্মহত্যা না দুর্ঘটনা, তা নিয়ে দেখা দেয় ধোঁয়াশা।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, আজ সকালে ছাদে উঠেছিল ওই ছাত্রী। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্তি ছিল তার। বাড়ির তরফে আপত্তি ছিল। কাউন্সেলিংও চলছিল।

পুলিশ মনে করছে, ছাদের পাঁচিলে বসে ফেসবুক করছিল সে। মোবাইল নিয়ে ব্যস্ত থাকার সময়ই কোনো সময় হুঁশ হারিয়ে নীচে পড়ে যায় সে। ছাত্রীর মৃতদেহের সঙ্গে তার মোবাইলটিও উদ্ধার করেছে পুলিশ।
সূত্র-জি নিউজ

Show More

আরো সংবাদ...

Back to top button