জেলার সংবাদ

জয়পুরহাটে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

ঢাকা, ২৬ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): জয়পুরহাট সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শাফিন বাহিনীর প্রধান শাফিন (৩৮)  নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে জামালপুর ইউপির বেলতলী এলাকায় এই ঘটনা ঘটে। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত বিষয়টি নিশ্চিত করে জানান, দাদরা জন্তিগ্রামের বেলতলী এলাকায় মামুন পাম্পের নিকট শাফিনের অবস্থান করার খবর পেয়ে রাত তিনটার দিকে অভিযান চালানো হয়।

এসময় র‌্যাবকে লক্ষ্য করে শাফিনের সঙ্গীরা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শাফিনকে জেলা হাসপাতালে তিনটা ৪০ মিনিটে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, শাফিন দাদরা-জন্তিগ্রাম এলাকায় নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে একের পর এক খুন, ডাকাতি, ছিনতাইয়ের মতো কাজ করত। তার বিরুদ্ধে জয়পুরহাট থানায় ছয়টি হত্যাসহ ১০ মামলা রয়েছে। এর মধ্যে একটি খুনের মামলায় শাফিনের ফাঁসির আদেশও হয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।

Show More

আরো সংবাদ...

Back to top button