
পাঠ্যবই থেকেও বাদ শারাপোভা(ভিডিও)
কা, ২৬ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
মারিয়া শারাপোভার খারাপ সময় দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এক সময় তাকে নারীদের জন্য আদর্শ উদাহরণ বলে মনে করা হতো আর এখন, তাকে অনুসরণ না করার পরামর্শ দেয়া হচ্ছে! ২ বছরের নিষেধাজ্ঞা, অলিম্পিক দল থেকে বাদ এবার পাঠ্যবই থেকেও শারাপোভার নাম মুছে ফেলা হচ্ছে।
সম্প্রতি ভারতের পাঠ্যবই থেকে সরিয়ে ফেলা হচ্ছে শারাপোভাকে নিয়ে রচিত নিবন্ধগুলো। কয়েকদিন আগে গোয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (জিবিএসএইএসই) এমনই এক সিদ্ধান্ত নিয়েছে।
গোয়ার ২০০৬-০৭ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে ‘Reach for the Top’ (চূড়ায় আরোহণ) নামে শারাপোভাকে নিয়ে একটি গল্প আছে।
সেখানে দেখানো হয়েছে কীভাবে ত্যাগের মানসিকতা ও সাফল্যের জন্য তীব্র আকাগ্ধক্ষার মাধ্যমে শারাপোভা তার পেশাদারি জীবনের চূড়ায় উঠেছেন।
নিবন্ধটিতে তাকে একজন আদর্শ নারী রূপে দেখানো হয়েছে। প্রতিটি কিশোরী –তরুণীকে তাকে অনুসরণ করা উচিত বলেও সেখানে বলা হয়।
তবে শারাপোভার নিষিদ্ধ ড্রাগ গ্রহণের বিষয়টি প্রমাণিত হবার পর ভারতের পাঠ্যপুস্তক থেকে শারাপোভাকে নিয়ে রচিত গল্পটি বাদ দেয়ার দাবি ওঠে। এরই প্রেক্ষিতে গোয়া শিক্ষাবোর্ড এই সিদ্ধান্ত নিল।
বোর্ড সেক্রেটারি শিভকুমার জিন্গাম স্কুলগুলোকে দেওয়া এক ঘোষণাপত্রে বলেন, শারাপোভার নিষিদ্ধ ড্রাগ গ্রহণের বিষয়টি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও চারিত্রিক উন্নয়নের পথে অন্তরায় হতে পারে বলে অভিভাবক এবং শিক্ষাবিদরা পাঠ্যবই থেকে অনুচ্ছেদটি বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে আগামী বছরের পাঠ্যপুস্তক থেকে রচনাটি সরিয়ে নেয়া হবে।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া