জাতীয়

হৃদরোগে আক্রান্ত এএসআই বোখারীর মৃত্যু

ঢাকা, ২৬ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর রূপনগর থানার এএসআই বোখারীর (৩২) মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রূপনগর থানার ডিউটি অফিসার এএসআই শিরিন জানান, প্রতিদিনের মত সকালে ডিউটিতে যোগ দেন এএসআই বোখারী। দুপুর দেড়টার দিকে বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, ২০০৫ সালে বোখারী পুলিশে যোগদান করেন।

Show More

আরো সংবাদ...

Back to top button