
জাতীয়
খাদিজাকে কেবিনে স্থানান্তর
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট মহিলা সরকারি কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালের জন জনসংযোগ বিভাগের কর্মকর্তা জাহাঙ্গীর আলম এই তথ্য জানান।
জাহাঙ্গীর আলম জানান, বুধবার রাত নয়টায় দিকে চিকিৎসকরা তাকে ১১২৬ নম্বরে কেবিনে স্থানান্তর করেন। তার চিকিৎসার সার্বিক পরিস্থিতির বিষয়ে চিকিৎসকরা জানাবেন।
গগত ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে নার্গিসকে কুপিয়ে জখম করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। প্রথমে তাকে ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে গত ৪ অক্টোবর ভোরে তাকে স্থানান্তর করা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে।