আন্তর্জাতিক

ইতালিতে দুই ঘণ্টায় দুইটি ভূমিকম্প

ঢাকা, ২৭ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): ইতালির মধ্যাঞ্চলে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুইটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সেখানকার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সাতটা ১০ মিনিটে মাসেরাটা প্রদেশে ৫ দশমিক ৫ মাত্রার কম্পন অনুভূত হয়। এর আগে একই এলাকায় ৬ দশমিক ১ মাত্রার কম্পন অনুভূত হয়। বেশ কয়েকজন মানুষ আহত হলেও তাৎক্ষণিকভাবে নিহতের খবর পাওয়া যায়নি।
দ্বিতীয় ভূমিকম্পের পর একজন প্রত্যক্ষদর্শী ইটালিয় একটি টিভিতে দেয়া সাক্ষাতকারে বলেন, তার চোখের সামনে তিনি একটি ভবন আংশিক ধসে পড়তে দেখেছেন।
কামেরিনো শহরের একজন বাসিন্দা বিবিসিকে বলেছেন, শহরটির অনেকেই পায়ে হেঁটে কিংবা গাড়িতে করে সেখান থেকে সরে যাচ্ছেন। শহরের দুইটি গির্জা ধ্বংস হয়ে গেছে এবং অনেক বাড়িঘর ধসে পড়েছে।
ইতালির নাগরিক সুরক্ষা প্রধান ফ্যাবরিজিও কুরসিও বলেছেন, কয়েকজন আহত হলেও চারজন মারাত্মকভাবে আহত হয়েছেন।
জরুরি সংস্থাগুলো বলছে, অনেকেই দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্পের আগেই বাসা থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন।
এর আগে গত ২৪ আগস্ট ইতালিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। এতে প্রায় ২৯৮ জন মানুষ মারা যায়।
Show More

আরো সংবাদ...

Back to top button