
বিএনপি হতাশাগ্রস্ত ও বিপর্যস্ত: ওবায়দুল কাদের
ঢাকা, ২৭ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): বিএনপির কার্যত কোনো পদক্ষেপ নেই। ঘরে বসে প্রেস বিফ্রিংয়ের মধ্যেই সীমাবদ্ধ তাদের কাজ। জনগণের সঙ্গে দলটির কোনো সম্পৃক্ততা নেই। ফলে বিএনপি হতাশাগ্রস্ত ও বিপর্যস্ত দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে বনানী কবরস্থানে পঁচাত্তরে ঘাতকদের হাতে নিহত বঙ্গবন্ধু পরিবারের সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের কাউন্সিলে গণতন্ত্র বা কোনো অর্জন নেই বিএনপি’র এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি’র মধ্যেই কোনো গণতন্ত্র নেই। অথচ তারই গণতন্ত্রের কথা বলে। আওয়ামী লীগ সুশৃঙ্খল, বৃহৎ একটি দল। কাউন্সিলে সম্পূর্ণ গণতন্ত্র মেনে নেতা নির্বাচিত করা হয়েছে।
এ সময় আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, ফারুক খান, আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ নতুন নির্বাচিত কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।