খেলাধুলা

টসে জিতে ব্যাটিংয়ে টাইগাররা(ভিডিও)

ঢাকা, ২৮ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):  ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। এই সিরিজে এর আগে তিন ওয়ানডে-সহ টানা চার ম্যাচেই টসে হারে টাইগাররা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।
আজকের ম্যাচে পেসার শফিউল ইসলামের পরিবর্তে খেলছেন শুভাগত হোম। এর ফলে ঢাকা টেস্টে এক পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। একমাত্র পেসার হিসেবে রয়েছেন কামরুল ইসলাম রাব্বি। এ ছাড়া রয়েছেন চার স্পিনার।
আজকে দলে আছেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, শুভাগত হোম, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি ও তাইজুল ইসলাম।
এ ম্যাচের মধ্য দিয়ে মুশফিকুর রহিম তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পঞ্চাশতম টেস্ট খেলতে নামছেন। এর আগে বাংলাদেশের হয়ে সাদা পোশাকে পঞ্চাশ টেস্ট খেলেছেন হাবিবুল বাশার সুমন ও মোহাম্মদ আশরাফুল।
https://www.youtube.com/watch?v=QrBH4FoLFHQ
Show More

আরো সংবাদ...

Back to top button