আইন ও আদালত

অস্ত্র ও বোমাসহ হরকাতুল জিহাদের ৪ সদস্য গ্রেপ্তার

ঢাকা, ২৮ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

গাজীপুরে পেট্রলবোমা, ককটেল, দেশীয় অস্ত্র ও জিহাদি বইসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের কাউলতিয়া মধ্যপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. খাইরুল ইসলাম (২৬), টাঙ্গাইল সদরের বিশ্বাস বেতকা আটপুকুর গ্রামের আজিজুল হকের ছেলে মো. আমিনুল হক (৪৯), একই জেলার গোপালপুর থানার খামারপাড়া গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে মো. শহীদ উল্লাহ (৪৩) ও ময়মনসিংহের মুক্তাগাছা থানার সৈয়দপাড়া গ্রামের সাইফুল ইসলাম খানের ছেলে মো. গোলাম কিবরিয়া খান (২৫)।

এদের মধ্যে মো. খাইরুল ইসলাম ও গোলাম কিবরিয়া গাজীপুরের ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলজির (আইইউটি) প্রাক্তন শিক্ষার্থী এবং শহীদ উল্লাহ আরাকান ফেরত জঙ্গি।

শুক্রবার দুপুরে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান। তিনি জানান, বৃহস্পতিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২০ গজ পশ্চিমে জঙ্গলের ভেতরে সুফিয়া কটেজের পরিত্যক্ত একতলা বিল্ডিংয়ে জঙ্গিরা নাশকতার পরিকল্পনা করছে বলে পুলিশের কাছে খবর আসে। এ খবরে জেলা পুলিশের স্পেশাল টেক্স গ্রুপের সদস্যরা বৃহস্পতিবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি ছোরা, একটি চাপাতি, চারটি ককটেল, ইলেকট্রিক ডিভাইস, ১৪টি পেট্রলবোমা ও বিভিন্ন জিহাদি বই উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, শহীদুল্লাহ জিহাদের মাধ্যমে শহীদ হওয়ার জন্য আরাকান গিয়েছিল। আমিনুল হক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীদের ব্রেনওয়াশ করে জিহাদের পথে নিয়ে আসে।

গ্রেপ্তারকৃত মো. খাইরুল ইসলাম ও গোলাম কিবরিয়া বিভিন্ন বিস্ফোরক সরঞ্জাম ও গোপন যোগাযোগের সরঞ্জাম তৈরি করে। গ্রেপ্তারকৃতরা সবাই হরকাতুল জিহাদের (হুজি) সদস্য।

পুলিশ সুপার জানান, তাদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button