
১৩ নভেম্বর থেকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
ঢাকা, ২৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী ১৩ থেকে শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা আগামী ১৩ নভেম্বর এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা ১৪ নভেম্বর মোট চারটি শিফটে- সকাল ৯টা, বেলা সাড়ে ১১টা, ২টা ও বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
১৫ নভেম্বর বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা দুই শিফটে- সকাল ৯টা ও বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। ১৬ নভেম্বর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা তিন শিফটে- সকাল ৯টায়, বেলা সাড়ে ১১টায় ও ২টায় অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ১৭ নভেম্বর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা দুই শিফটে- সকাল ৯টা ও বেলা সাড়ে ১১টায় এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের পরীক্ষা দুই শিফটে- বেলা ২টা ও বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ৬ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) থেকে ডাউনলোড করা যাবে। এ ছাড়া ভর্তি সংক্রান্ত সকল তথ্যও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।