খেলাধুলা

ক্রিকেট মাঠে সীগালের হানা!

ঢাকা, ২৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

ক্রিকেট মাঠে অনেক সময়ই অদ্ভুত ঘটনা দেখা যায়। কখনও কখনও মাঠে প্রবেশ করতে দেখা যায় অদ্ভুদ সব প্রাণিদের। কখনও কুকুর, কখনওবা মৌমাছি।

তবে এবার মাঠে প্রবেশ করেছে সীগাল। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে এমন ঘটনা ঘটেছে গত ২৬ অক্টোবরে।

অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগের প্রথম ম্যাচের খেলা চলছিল। তাসমানিয়ার বিপক্ষে ব্যাট করছিল ভিক্টোরিয়া। চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা চলার সময়ে মাঠে প্রবেশ করে সীগাল।

সীগালের হানায় খেলা বন্ধ হয়ে যায়। কেননা পুরো মাঠজুড়েই উড়ে বেড়াচ্ছিল সীগাল। সীগালের কাছে অসহায় ছিলেন আম্পায়ার ও ক্রিকেটাররা।

ঘরোয়া লিগের ম্যাচটি অবশ্য জিতেছে ভিক্টোরিয়া। তারা তাসমানিয়াকে ১১৩ রানে হারিয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button