জাতীয়

মাদকের টাকা না পেয়ে বাবাকে গলাকেটে হত্যা

ঢাকা, ২৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

রাজধানীর জুরাইনে সুমন (২৭) নামে এক মাদকাসক্ত যুবক টাকা চেয়ে না পাওয়ায় তার বাবাকে গলা কেটে হত্যা করেছে।

শনিবার বিকাল তিনটার দিকে জুরাইনের শিশু কবরস্থান এলাকায় নিজ বাড়িতে সুমন তার বাবা মো. মোহর আলীকে (৫২) খুন করে পালিয়ে যায়।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) আরশেদুল হক জানান, পুলিশ মোহর আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে।

ঘটনাস্থলে তদন্ত করতে যাওয়া কদমতলী থানার এসআই মো. নাহিদ যুগান্তরকে জানান, বাবাকে হত্যা করে মাদকাসক্ত সুমন পালিয়ে গেছে। তাকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Show More

আরো সংবাদ...

Back to top button