
শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১১ শিক্ষার্থীর শাস্তি
ঢাকা, ২৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে শনিবার বেলা ১১ টায় অনুষদীয় ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর ও দুই হল প্রভোস্টের সমন্বয়ে শৃংখলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নকলের দায়ে ইতিহাস বিভাগের ইমরুল কায়েস (২০১৩-১৪) এর এক শিক্ষাবর্ষ বতিল করা হয়েছে। ফলিত পদার্থ বিভাগের চার ছাত্রকে শিক্ষকের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে একটি কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে। তারা হলেন ২০১১-১২ শিক্ষাবর্ষের খালিদ হাসান, রফিকুজ্জামান, আবু জার গীফারী ও সুজিত বিশ্বাস। এছাড়া আরও ছয় জনকে নকলের দায়ে একটি করে কোর্স পরীক্ষা বতিল করা হয়েছে।
এদের মধ্যে ব্যবস্থাপনা বিভাগের (২০০৯-১০) রিপন হোসেন (১২২কোর্স). ইতিহাস বিভাগের ২০১১-১২ বর্ষের সাকিব হোসেন (৪০৩কোর্স), ফলিত পদার্থের (১১-১২) সজিব আহমেদ (৩১১কোর্স), ফলিত রসায়নের ২০১৩-১৪ বর্ষের কাজী কামরুজ্জামান (২০৬কোর্স), রাষ্ট্রনীতির (২০১৩-১৪) হোসনে আরা (২০৬কোর্স) এবং আল হাদিস বিভাগের ১ম বর্ষের সলিমুল্লাহর ১২৩ নং কোর্সের পরীক্ষা বতিল করা হয়েছে।