বিনোদন

অনস্ক্রিন ‘চুমু’ বিতর্কের জবাব দিলেন ঐশ্বরিয়া রায়

ঢাকা, ২৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ রণবীর কাপুরের সঙ্গে তাঁর কেমিস্ট্রি নিয়ে জোর আলোচনা চলছে সিনেমা মহলে। ইন্ডাস্ট্রির অনেকেই বলছেন, বউমার অনস্ক্রিন চুমু নিয়ে নাকি আপত্তি ছিল বচ্চন পরিবারের অভ্যন্তরেও। এমনকি নাম প্রকাশ না করে  তাঁকে বিঁধেছেন শাশুড়ি জয়া বচ্চনও। এমন পরিস্থিতিতে আর চুপ করে থাকতে পারলেন না ঐশ্বরিয়া রায় বচ্চন। অনস্ক্রিন চুমু নিয়ে যাবতীয় আলোচনার সোজা সাপটা জবাব দিলেন তিনি।

ঐশ্বরিয়ার কথায়, ‘‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিসের স্ক্রিপ্টে চুমু ছিল। কিন্তু গল্পের জন্য সেটা একান্ত প্রয়োজন ছিল এমন নয়, তাই পরিচালককে সেটা বাদ দিতে বলেছিলাম। আমি ‘শব্দ’ করেছি। সেখানে চুমু না থাকলেও ঘনিষ্ঠ দৃশ্য ছিল। ‘ধুম’-এ অনস্ক্রিন চুমু ছিল আমার। কেরিয়ারে এতগুলো দিন পেরিয়ে এসেছি। এখন তো পরিস্থিতি অনেকটাই আলাদা। তা হলে?’’

সব মিলিয়ে চুমু কাণ্ডের জের যে অনেক দূর এগিয়েছে তা সকলের কাছেই স্পষ্ট। বি-টাউনের অনেকের মত, ‘জলসা’র অন্দরে হোক বা বাইরে সব জল্পনার উত্তর ঐশ্বরিয়া একাই দিয়ে দিলেন।

Show More

আরো সংবাদ...

Back to top button