রাজনীতি

নির্বাচন নিয়ে সকাল-বিকাল সংলাপের কোনো প্রয়োজন নেই: ইনু

ঢাকা, ২৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন নিয়ে সকাল-বিকাল সংলাপের কোনো প্রয়োজন নেই।

তিনি বলেন, সংলাপ তখনই প্রয়োজন হয় যখন সংকট দেখা দেয়। এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন নিয়ে কোনো সংকট নেই।

তিনি বলেন, এখন সমস্যা হলো বাংলাদেশের রাজনীতিতে জঙ্গিবাদ ও জঙ্গিদের সঙ্গী বেগম খালেদা জিয়া রাজনীতি করবেন কী করবেন না।

তথ্যমন্ত্রী আজ শনিবার কুষ্টিয়ার মিরপুর মহিলা ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের টুপি মাথায় দিয়ে বারবার যুদ্ধাপরাধী ও হেফাজত ইসলামের জঙ্গি তাণ্ডবকে সমর্থন করেছেন। এমনকি তিনি জঙ্গি সন্ত্রাসীদের রক্ষা করার জন্য বিবৃতি-বয়ান দিয়েছেন। বেগম খালেদা জিয়া বারবার প্রমাণ করেছেন তিনি জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক। সুতরাং তিনি গণতন্ত্রের টুপি যতই পডুন, বেগম খালেদা জিয়া আর জঙ্গি আলাদা নয়। আর বিএনপি জঙ্গি উৎপাদনের কারখানা।

মিরপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মজনুর রহমানের সভাপতিত্বে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সার্কেল) কামরুল হাসান, পৌর মেয়র এনামুল হক, মিরপুর উপজেলা জাসদের সভাপতি আহম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর মন্ত্রী বেলা ২টায় মিরপুর কামিরহাট স্কুল মোড় হতে তিলিককন্দ পর্যন্ত একটি সড়ক এবং কামিরহাট হাইস্কুলের পাশে বারী মণ্ডলের বাড়ীর পাশে একটি নতুন সড়কের উদ্বোধন করেন।

পরে বিকেল সাড়ে ৩টায় মিরপুর হালসা শ্রীরামপুর গ্রামে প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন।

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Show More

আরো সংবাদ...

Back to top button