
‘হলুদ সাংবাদিকতা করে বেশি দিন বেঁচে থাকা যায় না’
ঢাকা, ২৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
পিআইবির মহাপরিচালক মোহাম্মদ শাহ আলমগীর বলেছেন, অপসাংবাদিকতা করে সাংবাদিকতা পেশায় বেশি দিন টিকে থাকা যায়না। সততা, বস্তুনিষ্ঠতা ও পক্ষপাতহীন হয়ে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে।
আজ শনিবার মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে তিনদিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। হলুদ সাংবাদিকতা করে এ পেশার অমর্যাদা করা যাবে না।
এসময় শাহ আলমগীর সাংবাদিকদের সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নিজেকে নিয়োজিত রাখার আহবান জানান।
অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পা-ে, উত্তরা ইউনিভার্সিটির মিডিয়া পরিচালক রহমান মুস্তাফিজ, বাংলাভিশন টেলিভিশনের সিনিয়ার বার্তা সম্পাদক আবু রুশদ মো: রুহুল আমিন ও পিআইবির রিপোর্টার জিলহাজ উদ্দীন নিপুন। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মিয়াজান আলী।
অনুষ্ঠানে শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারী ৩৫জন সাংবাদিকের মধ্যে সনদ বিতরণ করেন।