
রামগতিতে বাল্য বিবাহের দায়ে বরসহ ৩ জনের কারাদণ্ড
ঢাকা, ২৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চৌধুরী বাজারের একটি মসজিদের ভিতর গোপনে বাল্য বিবাহ পড়ানোর সময় বর আবদুল মতিন (২২), তার পিতা মো. সফিক উদ্দিন ও মসজিদের ইমাম মো. আলী হোসেনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমশফি কামাল বর আবদুল মতিনকে ১ মাসের বিনাশ্রম ও অপর দুইজনকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করার আদেশ দেন। পরে দণ্ডপ্রাপ্তদের শনিবার সকালে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চর রমিজ ইউনিয়নের চৌধুরী বাজারের একটি মসজিদে অষ্টম শ্রেণির পড়ুয়া এক কিশোরীর সঙ্গে একই এলাকার মো. সফিক উদ্দিনের পুত্র মো. আবদুল মতিনের সঙ্গে বাল্য বিবাহের আয়োজনের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্টেট ঘটনারস্থলে উপস্থিত হয়ে বর ও তার পিতা সফিক উদ্দিন ও ইমাম আলীকে আটক করে। পরে রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনজনকে কারাদণ্ড প্রদান করার আদেশ দেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্টেট ও রামগতি উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট আসম শফি কামাল বিষয়টি নিশ্চিত সাংবাদিকদের জানান, বাল্য বিবাহ নিরোধ আইনে বরকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বরের পিতা ও ইমামকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করার আদেশ দেওয়া হয়েছে।