রাজনীতি

বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে : দুদু

ঢাকা, ৩০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে এবং নির্বাচনকালীন সরকারের প্রধান শেখ হাসিনা থাকতে পারবেন না। তাকে সরে যেতেই হবে।
আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সভায় তিিন এসব বলেন।
বিএনপি নেতা আ স ম হান্নান শাহর মৃত্যুতে এই সভার অায়োজন করে জিয়া পরিষদ।
দুদু বলেন, আমরা নির্বাচনে অংশ নেব এই ভেবে সরকারের মাথা গরম হয়ে গেছে। তবে যে যা বলুক, আগামীর সরকার বিএনপির সরকার। আগামী দিনের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আগামী নির্বাচনে কেউ জনগনের ভোট কারচুপি করতে গেলে তাদের ঠ্যাং ভেঙ্গে ফেলা হবে।
জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ি কমিটির সদস্য আমির খসরু মাহমুদদ চৌধুরি, ফজলুল হক মিলন, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ড. লুৎফর রহমান খান, আব্দুল কুদ্দুস, মো: শফিকুল ইসলাম, আব্দুল্লাহিল মাসুদ প্রমুখ।

Show More

আরো সংবাদ...

Back to top button