জাতীয়

ঐতিহাসিক বিজয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা, ৩০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

সফররত ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ১০৮ রানে ইংল্যান্ডকে পরাজিত করে।

অভিনন্দন বার্তায় সকল খেলোয়াড়, কোচ, দলের কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বলেন, ‘আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট ও তাদের অসাধারণ নৈপুণ্য দেখে গোটা জাতি গর্বিত।’

তিনি বলেন, বর্তমান সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা ও সমর্থনের কারণেই এ ঐতিহাসিক সাফল্য এসেছে।

এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের বিগত মেয়াদে বাংলাদেশ বহু প্রতীক্ষিত টেস্ট ও ওয়ানডের মর্যাদা লাভ করে।

বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের এ ধারা আগামীতেও অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

Show More

আরো সংবাদ...

Back to top button