জাতীয়

জোড় ইজতেমা শুরু ২ ডিসেম্বর

ঢাকা, ৩০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

টঙ্গীর বিশ্ব ইজতেমাকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারো আগামী ২ ডিসেম্বর থেকে তুরাগ নদীর পাড়ে পাঁচ দিনব্যাপি জোড় ইজতেমা শুরু হচ্ছে। মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় এই সমাবেশ ৬ ডিসেম্বর দুপুরে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।

টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি মাওলানা গিয়াস উদ্দিন আহমেদ রোববার সাংবাদিকদের এ তথ্য জানান।

ইজতেমার আরেক মুরুব্বি মাওলানা মো. মামুন জানান, পাঁচ দিনের জোড় ইজতেমায় শুধুমাত্র তিন চিল্লাওয়ালা পুরানো সাথীরা অংশগ্রহণ করবেন। পরবর্তীতে তারা জোড় শেষে ইসলামের দাওয়াতের কাজে বের হবেন এবং আগামী বছর ইজতেমার মূল পর্বে তারা আবার শরিক হবেন।

জানা গেছে, ২০১৭ সালের ১৩ জানুয়ারি থেকে তুরাগ তীরে ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। প্রথম পর্ব শেষে চার দিন বিরতির পর ২০ জানুয়ারি থেকে আবার দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে।

প্রথম পর্বের শেষ দিন ১৫ জানুয়ারি ও দ্বিতীয় পর্বের শেষ দিন ২২ জানুয়ারি মুসলিম জাহানের সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি, ভ্রাতিত্ববোধ কামনা করে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

মোনাজাতে দেশি-বিদেশি মুসল্লি, তাবলিগ অনুসারী, বাংলাদেশসহ বিশ্বের প্রায় শতাধিক দেশের প্রায় অর্ধকোটি মানুষ শরিক হবেন বলে আশা করছেন বিশ্ব ইজতেমার আয়োজক কমিটি।

Show More

আরো সংবাদ...

Back to top button