রাজনীতি

বন্দুকের জোরে জনগণকে দাবিয়ে রাখা যাবে না : ফখরুল

ঢাকা, ৩০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্ধৃতি তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অস্ত্র আর বন্দুকের জোরে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। অধিকার আদায়ে জনগণ জেগে উঠবেই।

রোববার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে দলটির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাজা ও সম্পত্তি ক্রোকসহ সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

তিনি বলেন, বিএনপি সমঝোতা চায়, শান্তিতে বিশ্বাস করে বলেই সুষ্ঠু নির্বাচনের জন্য বার বার সংলাপের আহ্বান জানাচ্ছে। তাই বলে সংলাপের আহ্বানকে দুর্বলতা ভাবার কোনো কারণ নেই। কারণ নির্বাচনের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠা করবে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা শুনে বিএনপি তথা সমগ্র দেশের জনগণ উদ্বিগ্ন। এরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে একদলীয় শাসন ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে।

দেশ কঠিন সময় অতিক্রম করছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, দেশের মানুষ যখন কষ্টে জীবন কাটাচ্ছে তখন আওয়ামী লীগ দেশজুড়ে লুটপাটের উৎসব চালাচ্ছে। পাশাপাশি গণতন্ত্রকে একেবারে নির্বাসিত করতে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার চেষ্টায় নিয়োজিত রেখেছে।

সকাল-বিকেল সংলাপ হয় না বলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এমন বক্তব্যের সমালোচনা করে ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের মার্কা ছেড়ে রাজনীতির মাঠে আসুন, তখন দেখা যাবে সকাল-বিকেল সংলাপ হয় কিনা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শফিউল বারী বাবু, কাজী আবুল বাশার, এস এম জাহাঙ্গীর ও হেলেন জেরিন খান।

Show More

আরো সংবাদ...

Back to top button